মাটি সৃষ্টির পরোক্ষ উপাদান(Passive Factors of Soil Formation)
মাটি সৃষ্টির পরোক্ষ উপাদান(Passive Factors of Soil Formation) ভূপ্রকৃতি (Relief) ভূপ্রকৃতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটির গঠনকে নিয়ন্ত্রণ করে। ভূপ্রকৃতির মধ্যে ভূমির ঢাল (slope), উচ্চতা (altitude) প্রভৃতি মাটির গঠনকে প্রভাবিত করে। ভূপ্রকৃতিতে ঢালের পরিমাণ ও তার প্রকৃতির ওপর নির্ভর করে মাটির গঠন এবং তার চরিত্র। ঢালু পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ সহজেই ঢাল বেয়ে স্থানান্তরিত হয়। কিন্তু সমভূমিতে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ নিজ স্থানেই (in-situ) পড়ে থাকে এবং একটি সম্পূর্ণ স্তরযুক্ত মাটিতে সৃষ্টিতে সহায়ক হয়ে থাকে, যাকে স্থানীয় মাটি (zonal soil) বলে। আবার গাঙ্গেয় সমভূমি অঞ্চলে হিমালয় পর্বত থেকে বয়ে আসা পদার্থ শিলাচূর্ণের সাথে মিশে, যে মাটি সৃষ্টি করে তাকে অনাঞ্চলিক মাটি (azonal soil) বলে। জলাভূমিতে এবং জলাশয়ের পার্শ্ববর্তী অঞ্চলে মাটি সৃষ্টির প্রক্রিয়া নানা দিক থেকে ব্যাহত হয় এবং সেখানে এক অসম্পূর্ণ স্তরযুক্ত ও মিশ্র প্রকৃতির বিশেষ ধরনের মাটি পাওয়া যায়। একে বলা হয় আন্তঃআঞ্চলিক (intra-zonal soil) মাটি। ঢালু জমিতে মাটি ক্ষয়ের পরিমাণও বেশি হয় বলে পাতলা অপরিণত স্তরযুক্ত…