বিপর্যয় পরিমাপ(Measures of Diasster)
বিপর্যয় পরিমাপ(Measures of Diasster) যে-কোনো পির্যয় মোকাবিলা করতে হলে তার সঠিক পরিমাপ থাকা দরকার, কিন্তু বিপর্যয় পরিমাপের সর্বগ্রাহ্য কোনো পরিমাপ এখনও পর্যন্ত জনপ্রিয় হয়নি। তা ছাড়া একই মাপকাঠিতে বিভিন্ন বিপর্যয় মাপ করা প্রায় অসম্ভব। তবে বিপর্যয়ের ঝুঁকি (risk) এবং বিপন্নতা (vulnerability) অনেকক্ষেত্রে যাচাই করার সুযোগ রয়েছে। এগুলি পরিমাপ করতে পারলে বিপর্যয় মোকাবিলার জন্য একাদিক্রমে প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা যায়। ঝুঁকি (Risk): যে কোনো বিপর্যয়ের সঙ্গে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ঝুঁকি বলতে আশানুরূপ নয় এমন ক্ষয়ক্ষতির আশঙ্কাকে বোঝানো হয়ে থাকে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ বির্ধারণ করা ও তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা বিপর্যয় মোকাবিলার সঠিক রাস্তা। বিশেষ করে কোনো প্রকৃতি সৃষ্ট বা মনুষ্যকৃত ঘটনা বিপর্যয়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে ঝুঁকির সৃষ্টি হয়। নীচের দুটি সমীকরণের সাহায্যে ঝুঁকির ব্যাখ্যা করা যায়। প্রথম সমীকরণ: R = H + V যেখানে, R = Risk (ঝুঁকি), H = Hazard (দুর্যোগ), V = Vulnerability (বিপন্নতা)। দ্বিতীয় সমীকরণ: …