সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র(Mangrove Ecosystem of Sundarban)

Alborigato
সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র(Mangrove Ecosystem of Sundarban)
সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র(Mangrove Ecosystem of Sundarban) ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্র উপকূলবর্তী মোহনা জোয়ার প্লাবিত লাবণিক পরিবেশে গুল্ম ও বৃক্ষ বৈশিষ্ট্যসম্পন্ন বাস্তুতন্ত্রের সৃষ্টি করে, একে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বলে। এই বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যপূর্ণ লবণাম্বু উদ্ভিদকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। সাধারণত গঙ্গা-ব্রহ্মপুত্রের নবীন বদ্বীপ সুন্দরবন (9630 বর্গ কিমি) পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বা অরণ্য। সুন্দরী গাছ (Heritiera fomes)-এর জন্য সুন্দরবন নামকরণ হয়েছে বলেন মনে করা হয়। নিম্ন গাঙ্গেয় লবণাক্ত জল বা মৃত্তিকার ইউরিহ্যালাইন পরিবেশে জোয়ারভাটা, বৃষ্টিপাত ও সামুদ্রিক ঝড় বৈশিষ্ট যুক্ত অজৈব উপাদানসমূহের সঙ্গে সঙ্গতি রেখে সজীব উপাদানের উৎপাদক হিসাবে লবণাম্বু উদ্ভিদ সম্প্রদায়, বিভিন্ন স্তরের খাদক হিসাবে বৈশিষ্ট্যপূর্ণ প্রাণীসম্প্রদায় এবং বিয়োজক বা অণুখাদক হিসাবে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতি পরিলক্ষিত হয় যা বাস্তুতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখে। 1. সুন্দরবনের উদ্ভিদ সম্প্রদায় (Flora of Sundarban): এই অঞ্চলে বাইন (Aricennia), গরান (Cer…

একটি মন্তব্য পোস্ট করুন