ল্যাটেরাইট মাটি(Laterite Soil)
ল্যাটেরাইট মাটি(Laterite Soil) উৎপত্তি (Origin) ইংরেজ মাটি বিজ্ঞানী এফ, বুকানন (F. Buchanan, 1807) ভারতের দক্ষিণে কেরালা রাজ্যে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে মাটি সম্বন্ধে গবেষণা করতে গিয়ে এক ধরনের লাল বর্ণের মাটির সন্ধান পান। যা ল্যাটেরাইট নামে পরিচিত। লাতিন শব্দ লেটার (Later) কথাটির অর্থ ইটের মতো লাল। তাই তিনি ওই ইটের মতো লাল রঙের মাটির নাম দেন ল্যাটেরাইট। এতে লৌহ অক্সাইড (Fe₂O₃) অ্যালুমিনিয়াম অক্সাইড (AI₂O₃) ও ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO) ভূপৃষ্ঠ বরাবর কিংবা ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন গভীরতায় অনুভূমিকভাবে সঞ্চিত হয়েছে। এই মাটিতে লৌহ অক্সাইডের সঞ্চয়ের পরিমাণ বেশি বলে এর রং লাল। ল্যাটেরাইট এমন এক পদার্থ যা বিভিন্ন ধরনের আদি শিলার চরম আবহবিকারের অবশেষ হিসাবে প্রথমে আর্দ্র অবস্থায় নরম এবং পরে শুষ্ক পরিস্থিতিতে শক্ত হয়ে উঠতে পারে। এর পরবর্তী সময়ে মাটি বিজ্ঞানী এবং ভূবিজ্ঞানীরা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া লৌহ অক্সাইড যুক্ত লাল রঙের এই শিলাকে নিয়ে অনেক বিতর্ক ও গবেষণার সম্মুখীন হয়েছেন। যদিও গবেষণার পরেও ল্যাটেরাইট সম্পর্কে সব সিদ্ধান্তকে শেষ বলে ধরা যায়নি। এই মাটির উৎপত্তি বিভিন্ন উপাদানের স…