আদর্শ মাটি পরিলেখ (Ideal Soil Profile)

Alborigato
আদর্শ মাটি পরিলেখ (Ideal Soil Profile) মাটি ভূগোলে মাটির প্রোফাইল বা পরিলেখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাটি গঠনের একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত মাটি স্তরের সৃষ্টি। বিভিন্ন উৎসের জল মাটির মধ্য দিয়ে চুঁইয়ে পড়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির স্তর সৃষ্টি হয়। এই পদ্ধতি স্তরায়ণ পদ্ধতি নামে পরিচিত। মাটির পৃষ্ঠতল থেকে নিম্নস্থ শিলামাতৃকা পর্যন্ত উল্লম্ব প্রস্থচ্ছেদকে মাটির প্রোফাইল (soil profile) বা পরিলেখ বলে। মাটির বিভিন্ন স্তর (Different Soil Horizon) কোনো পরিণত মাটিতে সাধারণত প্রধান চারটি স্তর লক্ষ করা যায়, যথা (1) O স্তর বা A_{0} স্তর, (2) A স্তর, (3) ৪ স্তর এবং (4) C স্তর। এই স্তরগুলির মধ্যে ০ বা A_{0} স্তরকে জৈব পদার্থের সঞ্চয় স্তর রূপে পরিগণিত করা হয়। এ স্তরকে এলুভিয়াল স্তর (eluviated horizon) বলে, এই স্তর থেকে ধৌত প্রক্রিয়ায় (leaching) মাটির বিভিন্ন মৌলিক পদার্থ ভূঁইয়ে পড়া জলের সঙ্গে অপসারিত হয় বা ৪ স্তরে সঞ্চিত হয়। ৪ স্তরটিকে ইলুভিয়াল স্তর (illuviated horizon) বলে, কারণ A স্তর থেকে অপসারিত বিভিন্ন মৌলিক ও জৈব পদার্থ এই স্তরে সঞ্চিত হয়। C স্তর প্রকৃত পক্ষে মূল শিলাখ…

একটি মন্তব্য পোস্ট করুন