দুর্যোগ(Hazard)
দুর্যোগ(Hazard) সংজ্ঞা ও ধারণা (Definition and Concept) একটা সময় ছিল যখন মানুষ বিদ্যুতের দেখে মনে করত দেবতার রোধ। পৃথিবী কাঁপলে মানুষ মনে করত সাপের মাথার ওপর পৃথিবী, সাপ নড়লে পৃথিবীতে ভূমিকম্প হয়। দাবানলকে মনে করত দেবতার রোষানল। এরকম আরও কত কি। তাইতো মনে করত দেবতাকে তুষ্ট করলে তবেই পৃথিবী বিপদমুক্ত, নইলে সর্বনাশ। আদিম মানুষ বিজ্ঞানমনস্ক ছিল না, তাছাড়া বিজ্ঞানও তত উন্নত ছিল না, কাজেই নানারকম অবৈজ্ঞানিক কল্পনা জন্ম নিয়েছিল মানুষের মনে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি খুবই উন্নত, মানুষ যে-কোনো প্রাকৃতিক দুর্ঘটনাকে বিশ্লেষণ করতে শিখেছে, সেই সলো কী করে এদের সঙ্গে ঘর করতে হয় সে-বিজ্ঞানও আয়ত্ত করেছে। আগ্নেগিরির লাভাস্রোত, সমুদ্রের বিধ্বংসী ঢেউ, ভূমিকম্পের প্রবল আন্দোলন এসব প্রাকৃতিক দুর্ঘটনা এখন দুর্যোগ বা বিপর্যয় নামে পরিচিত। এগুলি যে কেবল লক্ষ লক্ষ মানুষের প্রাণ নষ্ট করে তা নয় কোনো দেশের বা মানব সভ্যতার বহু বছরের অর্জিত সাফল্যগুলোকে ধূলিসাৎ করে দেয়। এরকম বেশকিছু প্রাকৃতিক বিপর্যয়ের কাছে আমাদের আজও হাত-পা বাঁধা। আমরা সবাই হামেশাই প্রাকৃতিক দুর্যোগ বা Natural Hazard কথাটি বলে থাকি। কিন্তু এই দুর্যোগ…