তৃণভূমির বাস্তুতন্ত্র(Grasland Ecosystem)
তৃণভূমির বাস্তুতন্ত্র(Grasland Ecosystem) বার্ষিক গড় উন্নতা 10 deg * C এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ৪০ সেমির কম হলে ওই পরিবেশ বৃক্ষ উৎপাদনে অনুকূল হয় না তবে ছোটো গাছ ও তৃণভূমি গড়ে ওঠার আরো অন্যান্য উপাদান যেমন মাটি, সূর্যলোক, বায়ুমণ্ডলীয় গ্যাস C*O_{2} N_{2} O_{2} ইত্যাদি। অনুকূল ভাবে সরবারাহ থাকলে তৃণভূমি গড়ে ওঠে। পৃথিবীর প্রায় 10 ভাগ এলাকা তৃণভূমির অন্তর্গত। পৃথিবীর দশটি তৃণভূমির মধ্যে প্রথম হল তিব্বতের নাঙ্কু তৃণভূমি, দ্বিতীয় উত্তর আমেরিকার গ্রেট প্লেন, তৃতীয় কানাডার প্রেইরি, চতুর্থ অস্ট্রেলিয়ার সাভানা, পঞ্চম কাজাখস্তানের স্তেপ, যষ্ঠ আর্জেন্টিনা, উরুগুয়ে ও ব্রাজিলের পম্পাস, সপ্তম লানোস তৃণভূমি, অষ্টম মাঞ্চুরিয়ান প্লেন, নবম গ্রেট হাঙ্গেরিয়ান প্লেন, দশম জুলুম বুইর তৃণভূমি। এশিয়ার স্তেপ তৃণভূমি গুরুত্বপূর্ণ। ক্রান্তীয় তৃণভূমিগুলি হল-লানোস ক্যাম্বোস ও সাভানা তৃণভূমি, মধ্যঅক্ষাংশীয় প্রেইরি, স্তেপ, পম্পাস, ভেল্ড ও ডাউত্থ হল গুরুত্বপূর্ণ তৃণভূমি যা প্রাকৃতিক জৈব ও অজৈব উপাদানগুলির সমন্বয়ে গঠিত হয়েছে। নিম্নে উপাদানগুলি আলোচনা করা হল- 1. অজৈব উপাদান (Aoiotic Components): মাটি খনিজ উপাদান, হিউমাস, স…