মাটি সৃষ্টির নিয়ন্ত্রক(Factors of Soil Formation)
মাটি সৃষ্টির নিয়ন্ত্রক(Factors of Soil Formation) পৃথিবী পৃষ্ঠের সব অংশের মাটির চরিত্র সমান নয়। তাই কী ধরনের মাটি তৈরি হয় তা নির্ভর করে মাটি সৃষ্টিকারী কয়েকটি বিষয় বা নিয়ন্ত্রকের উপর। রাশিয়ান মাটি বিজ্ঞানী ভি. ভি. ডকুচায়েভ (V. V. Dochucheiv, 1889) স্তেপ অঞ্চলের মাটি সম্পর্কে গবেষণা করতে গিয়ে জলবায়ু, গাছপালা, প্রাণীকুল ও মূলশিলাকে মাটি সৃষ্টিকারী নিয়ন্ত্রক হিসাবে উল্লেখ করেন। প্রথম এবিষয়ে তাঁর সমীকরণটি ছিল S=f (CI, O, P); পরবর্তীকালে এই সমীকরণটিকে তিনি পরিবর্তন করেন এবং তা হয় S=f( Cl, O ,P.)t আমেরিকান মাটি বিজ্ঞানী এইচ. জেনি (H. Jenny, 1941, 1958) সালে ডকুচায়েভের উপাদানগুলির ভিত্তিতে মাটি সৃষ্টির ক্ষেত্রে পাঁচটি প্রধান বিষয়ের কথা একটি সমীকরণের মাধ্যমে উল্লেখ করেন, যথা S=f( Cl, O, P, R , T) এখানে S=Soil, f=function, Cl-Climate, O = 1 Organism, R=Relief, P = Parent materials, T = Time। অর্থাৎ জলবায়ু, ভূপ্রকৃতি, মূলশিলা, জীবজগৎ ও সময়ের যৌথ ক্রিয়ায় মাটি গড়ে ওঠে। এদের এই বিষয়গুলিকে তাদের প্রভাবে প্রকৃতি ও মাত্রার ভিত্তিতে দুটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়। যথা- A. প্রত্যক্ষভাবে সক্রিয় উপাদান…