বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ(Energy Flow in Ecosystem)

Alborigato
বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ(Energy Flow in Ecosystem)
বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ(Energy Flow in Ecosystem) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের বৈশিষ্ট্য (Characteristics of Energy Flow in Ecosystem) পৃথিবীর উপর অবস্থানকারী সমগ্র উৎপাদক শ্রেণি সৌররশ্মি থেকে শক্তি সংগ্রহ করে। সেই সংগৃহীত সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে স্থানান্তরকে শক্তিপ্রবাহ (energy flow) বলে। এদের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ: পরিবেশ বিনষ্ট শক্তি 1. শক্তিপ্রবাহে শক্তির মূল উৎস হল সৌরশক্তি। বাস্তবে একমাত্র উৎপাদকেরা সৌরশক্তিকে গ্রহণ করে এবং তা থেকে ক্রমশ অন্যান্য জীবদেহে খাদ্য-খাদকের সম্পর্কের ভিত্তিতে ছড়িয়ে পড়ে। 2. প্রকৃতিতে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস ইত্যাদি মৌলের যেভাবে চক কারে আবর্তন সংঘটিত হয় শক্তির সেই রকম আবর্তন হয় না। 3. শক্তিপ্রবাহ একমুখী (unidirectional) অর্থাৎ উৎপাদক দ্বারা আবদ্ধ সৌরশক্তি বিভিন্ন খাদক স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় কিন্তু কখনোই উল্টো অভিমুখে উৎপাদকের দিকে প্রবাহিত হয় না। 4. শক্তিপ্রবাহ পর্যায়ক্রমে পুষ্টিস্তর বরাবর হ্রাস পায়। অর্থাৎ উৎপাদক যত শক্তি আহরণ করে তার সবটাই প্রাথমিক স্তরে যায় না। শক্তির কিছু অংশ অব্যবহৃত থাকে, কিছ…

একটি মন্তব্য পোস্ট করুন