এল নিনো ও লা নিনা(El Nino and La Nina)
এল নিনো ও লা নিনা(El Nino and La Nina) এল নিনো (EI Nino) স্প্যানিশ ভাষায় এল নিনো (el nino) শব্দের অর্থ হল শিশু যিশুখ্রিস্ট (Christ Child)। এই বিপর্যয় ডিসেম্বর মাসে বড়োদিনের সময় (around christmas) হয় বলে এরূপ নামকরণ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের চিলি-পেরু সংলগ্ন উপকূল বরাবর মাঝে মাঝে অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উয় সমুদ্রস্রোতের আগমনই এল নিনো নামে পরিচিত। এই উদ্বু স্রোত কখন শুরু হবে, কখন শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রশান্ত মহাসাগরের পূর্ব-পশ্চিমে উদ্বৃতা ও স্রোতের যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায়। পশ্চিমদিকে অর্থাৎ পাপুয়া, নিউগিনি ও অস্ট্রেলিয়ার দিকে জল বেশ গরম থাকে, অপরপক্ষে পূর্ব দিকে ইকুয়েডর পেরু, চিলি প্রভৃতি অঞ্চলের দিকে প্রশান্ত মহাসাগরের জল বেশ শীতল থাকে। এর কারণ সম্ভবত এই অংশে সারাবছর উত্তরগামী শীতল পেরু স্রোত বয়। ফলস্বরূপ পশ্চিম অংশের তুলনায় পূর্ব অংশে তাপমাত্রা অন্তত 5° সেন্টিগ্রেড কম থাকে। স্বাভাবিকভাবে নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু পশ্চিমে অপেক্ষাকৃত নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে সমুদ্রপৃষ্ঠেও উত্তর নিরক্…