বাস্তুতন্ত্র (Ecosystem)

Alborigato
বাস্তুতন্ত্র (Ecosystem)
বাস্তুতন্ত্র (Ecosystem) সংজ্ঞা (Difinition) কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে একে অপরের সঙ্গে এবং ওই নির্দিষ্ট অঞ্চলের পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পারস্পরিক আন্তঃক্রিয়ার যে বসবাসরীতি তাকে বাস্তুতন্ত্র (ecosystem বলে)। বিজ্ঞানী এ. জি. ট্যান্সলি (A. G. Tansley, 1935) বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণার প্রবর্তন করেন এবং Ecosystem কথাটি প্রথম প্রচলন করেন। যাইহোক বাস্তুতন্ত্রের প্রচলিত সংজ্ঞাগুলি হল- এ. জি. ট্যান্সলি (A. G. Tansley, 1935): বাস্তুতন্ত্র হল একটি ক্রিয়ামূলক যে ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশের অন্তর্গত সজীব এবং অজৈব উপাদানগুলি একত্রে পরস্পরের ওপর ক্রিয়াপ্রতিক্রিয়া করে (a particular category of physical system consisting of organism and inorganic components in a relatively stable equilibrium, open and of various size and kinds)। আর. লিন্ডেম্যান (Raymond Lindeman, 1942): বাস্তুতন্ত্র হচ্ছে এক পরস্পর অধীন এবং গতিশীল জৈবিক, ভৌতিক এবং রাসায়নিক অবস্থা (ecosystem is a interdependent and dynamic condition of biological, physical and chemical matter) । ই. পি. ওডাম (E. P.…

একটি মন্তব্য পোস্ট করুন