বিপর্যয়(Disaster)

Alborigato
বিপর্যয়(Disaster)
বিপর্যয়(Disaster) সংজ্ঞা ও ধারণা (Definition and Concept) বিপর্যয় কথাটি ফরাসি শব্দ ডিজাস্টার (desastre) যার অর্থ শয়তান তারা। অতীতে মানুষের ধারণা ছিল যে শয়তান তারার প্রভাবেই প্রকৃতিতে বিপর্যয় নেমে আসে। বিপর্যয় হল দুর্যোগের পরিণতি অর্থাৎ কোনো দুর্যোগ যখন মানবজীবনে প্রভূত ক্ষয়ক্ষতি করে তখন তাকে বিপর্যয় বলে। বিপর্যয় হল এমন কোনো ঘটনা যার জন্য ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে বিফরস্তও হতে হয়। বিপর্যয়ের বেশিরভাগটাই হল প্রাকৃতিক যদিও মনুষ্যসৃষ্ট কারণও অনেক ক্ষেত্রে দায়ী। রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী পৃথিবীর শতকরা ৪০ ভাগ বিপর্যয় হল প্রাকৃতিক। পৃথিবীর নানান বিপর্যয়ের ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, উন্নত ও উন্নয়নশীল দেশের বিপর্যায়ের মধ্যে বেশ বড়োসড়ো ফারাক রয়েছে কারণ উন্নয়নশীল দেশগুলি তুলনায় গরিব, বিপর্যয় সামাল দেওয়ার মতো পরিকাঠামো তাদের নেই। সেই কারণে একই বিপর্যয় সমান মাত্রায় আলাদা আলাদ ভাবে দু-জায়গায় ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় দুরকম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO, 2002): বিপর্যয় হল এমন কোনো ঘটনা যার জন্য অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হতে হয়, মানুষের জীবনহানি ঘটে এবং স্বাস্থ্যের কিংবা স্বাস্থ্য পরিসেবার অবনতি হয়। (2) ও…

একটি মন্তব্য পোস্ট করুন