বায়োটোপের ধারণা(Concept of Biotope)
বায়োটোপের ধারণা(Concept of Biotope) পরিবেশের অন্তর্গত সমস্ত বিষয়ের মধ্যে বায়োটোপ এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর্নেস্ট হেকেল (1834-1919) প্রথম তাঁর বিখ্যাত গ্রন্থ General Morphology C Biotope সম্পর্কে ধারণা জ্ঞাপন করেন। জার্মান শব্দ Biotope দুটি গ্রিক শব্দ 'Bios' ও 'Topos' নিয়ে গঠিত যার অর্থ হল-জীবের বাসস্থান। 1980 সালে Berlin Zoological Museum-প্রফেসর এফ. ডাল (Prof. F. Dahl) 'বায়োটোপ'-এর বৈজ্ঞানিক ধারণা প্রদান করেন। তাঁর প্রদত্ত ধারণানুসারে বায়োটোপ হল এমন একটি অঞ্চল যা সমধর্মী পরিবেশগত অবস্থা নির্দেশ করে যেখানে সুনির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা প্রাণী আন্তঃক্রিয়ায় উদ্বুদ্ধ হতে পারে ও প্রাকৃতিক নির্বাচনে অংশ নেয়। বায়োটোপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল- (i) পরিবেশের অন্তর্গত ক্ষুদ্র পরিধির সমধর্মী সুসম্পন্ন অঞ্চল যা জীবকূলের কাছে অত্যাবশ্যকীয়। যেমন- ছোটো কৃষিক্ষেত্র, বাগান, জলাশয় প্রভৃতি যাদের পরিধি ক্ষুদ্র বা যা microscale phenomana-র অন্তর্গত। (ii) এদের পরিধি ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, মানুষের দৈনন্দিন জীবনে এগুলির ভূমিকা অপরিহার্য। যেমন- পার্ক, ময়দান। (iii) জীববৈচিত্র্য সৃষ্টি…