সামুদ্রিক বাস্তুতান্ত্রিক উপাদান(Components of the Marine Ecosystem)

Alborigato
সামুদ্রিক বাস্তুতান্ত্রিক উপাদান(Components of the Marine Ecosystem) সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে প্রধানত দুটিভাগে ভাগ করা যায়। যেমন- (A) জৈবিক উপাদান (Biotic Components) (B) অজৈবিক উপাদান (Abiotic Components) নিম্নে উপাদানগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল- জৈবিক উপাদান (Biotic Components) সামুদ্রিক বাস্তুতন্ত্রের উৎপাদক খাদক এক বিয়োজকরাই জৈবিক উপাদান। 1. উৎপাদক (Prducer): সমুদ্রে বসবাসকারী আণুবিক্ষণিক সবুজ উদ্ভিদ (Phytoplankton) যারা স্বচ্ছ জলে 100-200 গভীরতায় জন্মায় ও সালোকসংশ্লেষ করতে সক্ষম আবার সমুদ্রের ঘোলাটে জলে মাত্র 20-30 মিটার গভীরতায় এরা থাকতে পারে। এছাড়া বিভিন্ন প্রকার ডায়াটম, ডাইনোফ্লাজেটোটস, কোকোলিথোফোরস, ফ্রিপটোমোনাড, ব্লু এবং সবুজ এ্যালগি ইত্যাদি উৎপাদক হিসাবে প্রধান ভূমিকা পালন করে। তবে পিলেজিক এলাকা যে অংশ পর্যন্ত তলদেশের জলে ওঠা নামা (turbulence) ঘটছে সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর প্রয়োজনীয় মৌলিক উপাদান যেমন-নাইট্রোজেন, ফসফরাস, আয়রন নীচে থেকে ওপরে উঠে আসে এবং উদ্ভিদের সালোকসংশ্লেষে পরোক্ষভাবে পুষ্টি ঘটিয়ে সাহায্য করে। 2. খাদক (Consumer): সামুদ্রিক বাস্তুতন্ত্রে …

একটি মন্তব্য পোস্ট করুন