বাস্তুতন্ত্রের শ্রেণিবিভাগ(Classification of Ecosystem)

Alborigato
বাস্তুতন্ত্রের শ্রেণিবিভাগ(Classification of Ecosystem) সাধারণভাবে বাস্তুতন্ত্রকে দুইভাগে ভাগ করা যায়। যথা-প্রাকৃতিক (natural) ও কৃত্রিম (artificial) বাস্তুতন্ত্র। A. প্রাকৃতিক বাস্তুতন্ত্র (Natural Ecosystem): স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বাস্তুতন্ত্রকে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলে। এর সৃষ্টির পেছনে মানুষের কোনো ভূমিকা নেই। এই বাস্তুতন্ত্র আবার দু-প্রকারের যেমন- (a) স্থলজ বাস্তুতন্ত্র (Terrestrial Ecosystem): পৃথিবীর স্থলভাগে অবস্থিত বাস্তুতন্ত্র এই পর্যায়ের বাসস্থান বা হ্যাবিট্যাট (habitat) অনুযায়ী এরা পাঁচ রকমের, যেমন- (i) বনভূমির বাস্তুতন্ত্র (forest ecosystem), (ii) তৃণভূমির বাস্তুতন্ত্র (grassland ecosystem), (iii) মরুভূমির বাস্তুতন্ত্র (desert ecosystem), (iv) তুন্দ্রা বাস্তুতন্ত্র (tundra eco-system) ও (v) সাভানা বাস্তুতন্ত্র (savana ecosystem (b) জলজ বাস্তুতন্ত্র (Aquatic Ecosystem): জলভাগে গঠিত বাস্তুতন্ত্রকে জলজ বাস্তুতন্ত্র বলে। বাসস্থান বা হ্যাবিট্যাট অনুযায়ী এরা দুই প্রকারের যেমন-(1) স্বাদুজলের বাস্তুতন্ত্র ও (ii) সামুদ্রিক বাস্তুতন্ত্র। স্বাদু জলের বাস্তুতন্ত্র আবার লোট…

একটি মন্তব্য পোস্ট করুন