চারনোজেম মাটি (Chernozem Soil)
চারনোজেম মাটি (Chernozem Soil) উৎপত্তি ( Origin): চারনোজেম একটি রুশ শব্দ যার অর্থ 'black earth'। এই ভাষাকে বিশ্লেষণ করলে দাড়ায চান এর অর্থ কালো রঙের এবং জেম লিজা এর অর্থ মাটি। অর্থাৎ চানোজেম হল একটি কালো বর্ণের বলয়িত মাটি গোষ্ঠী। সমগ্র পৃথিবীর উর্বর মাটির মধ্যে এটি উল্লেখযোগ্য। এই মাটি হিউমাস সমৃদ্ধ। এই মাটিতে হিউমাসের পরিমাণ বেশি লক্ষ্য করা যায়। একে মরিসল মাটি ও বলে। এটি একটি আঞ্চলিক মাটি। প্রায় শুষ্ক নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চলের যে অংশে এক নির্দিষ্ট ঋতুতে যেখানে আদ্রতা খুবই অভাব দেখা যায়। সেখানে এই মাটি গড়ে ওঠে। এই মাটি মূলত 30° - 50° অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ দেশগুলির মধ্যভাগে অবস্থান করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায়দিক তৃণভূমি এবং স্থেপ তৃণভূমি দেখা যায়। সেই সঙ্গে ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক বরাবর অঞ্চল এই মাটি গড়ে উঠেছে।। এই মাটির হুইমাসের রং গাঢ় কালো হওয়ার কারণ মাটিতে সংযুক্ত জৈব পদার্থের ক্ষারকীয় বা নিরপেক্ষ রাসায়নিক বিশ্লেষণ বা বিয়োজন। আদ্রোক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলে জলাভূমিতে যে সমস্ত মাটির সৃষ্টি হয় পিট বা মাক মাটি…