স্মৃতি বা স্মরণক্লিয়ার প্রবিবিভাগ আলোচনা করো।
স্মৃতি বা স্মরণক্লিয়ার প্রবিবিভাগ আলোচনা করো। উত্তর: স্মৃতি বা স্মরণক্রিয়ার শ্রেণিবিভাগ মনোবিদগণ স্মৃতি বা স্মরণক্রিয়াকে বিভিন্নভাবে শ্রেণিবিভাগ করেছেন- [1] শিখন কৌশল অনুযায়ী i.. যান্ত্রিক রা অভ্যাসগত স্মৃতি: কোনো বিষয়বস্তু না বুঝে, বারবার পুনরাবৃত্তির মাধ্যমে যখন লিখন সম্পন্ন হয় এবং সেই লিখনীয় অভিজ্ঞতা পরবর্তীকালে পস্মরণ করা হয়, তাকে বলে যান্ত্রিক স্মৃতি (Rote memory) বা অভ্যাসগত স্মৃতি (Habit memory) ii.যৌকিক বা প্রকৃত স্মৃতি: কোনো বিষয়বস্তুর চুদয়ামের পর বাস্তি যখন মনঃকল্পের (mental image) যারা বস্তুকে শস্মরণ করে, তখন এইরূপ স্মৃতিকে যৌক্তিক স্মৃতি (Logical memory) বা প্রকৃত স্মৃতি(True memory) বলে। [2] স্থায়িত্বকাল অনুযায়ী i. তাৎক্ষণিক স্মৃতি: কোনো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষালাড করার পরেই তার পুনরুদ্রেককে তাৎক্ষণিক স্মৃতি (Immediate memory) বলে। ii. দীর্ঘস্থায়ী স্মৃতি: কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন করার দীর্ঘ সময় পরে সেটিকে স্মরণ করাকে স্বায়ী স্মৃতি বলা হয়। iii. স্বল্পস্থায়ী স্মৃতি: এই ধরনের স্মৃতিও সাময়িক, তবে তাৎক্ষণিক স্মৃতির তুলনায় কিছুটা বেশি সময়ের জন্য স্থায়ী হয়। স্বল্পস্থায়ী স্মৃতির পরিসর প্…