বাস্তুতন্ত্রের জৈব উপাদান(Biotic Component of Ecosystem)

Alborigato
বাস্তুতন্ত্রের জৈব উপাদান(Biotic Component of Ecosystem) উৎপাদক (Producer) পরিবেশের বাস্তুতন্ত্রের উপাদানগুলি হল সজীব (biotic) এবং জড় (abiotic)। এই সজীব উপাদানের মধ্যে উৎপাদক (producer) একটি উল্লেখযোগ্য উপাদান। বাস্তুতন্ত্রের মধ্যে এটি স্বভোজী অংশ নামে পরিচিত। জীবমণ্ডলের সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের CO₂ ও সূর্যের সৌর শক্তির সাহায্যে সরল অজৈব হতে শর্করা জাতীয় খাদ্য এবং সেখান থেকে বিশেষ প্রক্রিয়ায় প্রোটিন ও স্নেহ জাতীয় পদার্থ উৎপন্ন করে বলে সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়। সবুজ উদ্ভিদ, সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া, কোমোসিন্থেটিক জীবাণু প্রভৃতি বাস্তুতন্ত্রের স্বভোজী উপাদান। যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের স্বভোজী (autotroph) বলে। এরা নিজেদের দেহের বৃদ্ধির জন্য নিজেরা খাদ্য উৎপাদন করে এবং যে খাদ্য উৎপাদন করে তার বেশিরভাগ খাদ্য এদের দেহে উদ্বৃত্ত থাকে। সেই উদ্বৃত্ত খাদ্য পরভোজীরা গ্রহণ করে। স্বভোজী উপাদানরা হল তৃণভূমির তৃণ, সমুদ্রের শৈবাল, অরণ্যের বৃক্ষরাজি, পুকুরের এবং হ্রদের সবুজ উদ্ভিদ প্রভৃতি। বিভিন্ন জলাশয়ের যে স্তর পর্যন্ত সূর্যালোক প্রবেশ করে সেই অংশ…

একটি মন্তব্য পোস্ট করুন