বাস্তুবিদ্যার মূল নীতিসমূহ(Basic Ecological Principles)

Alborigato
বাস্তুবিদ্যার মূল নীতিসমূহ(Basic Ecological Principles) Ecology শব্দটি গ্রিক Dicos শব্দ থেকে গৃহীত এবং এর অর্থ বাসস্থান এবং Logos-এর অর্থ জ্ঞান, অর্থাৎ ইকোলজি শব্দের অর্থ বাসস্থান সম্পর্কে জ্ঞান। মানব সমাজের বাইরে যে জৈব ও অজৈব জগৎ আছে, যার সঙ্গে মানবগোষ্ঠী নিজের জীবনযাত্রাকে খাপ খাইয়ে নিয়েছে তাকে পরিবেশ বা Environment বলা হয়। যে ক্রিয়া পদ্ধতিতে একটি বিশেষ বসতি অঞ্চলে জীবগোষ্ঠীগুলি একে অপরের সঙ্গে এবং ওই বসতি অঞ্চলের জড় প্রকৃতি বা অজৈব পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া (interaction) বজায় রাখে, তাকে বাস্তুতন্ত্র বা Ecosystem বলে। বিজ্ঞানী গুডাম (Odum, 1966) বাস্তুসংস্থানে কার্যের ওপর ভিত্তি করে বাস্তুতন্ত্রকে দুটি উপাদানে ভাগ করেছেন। (a) স্বভোজী উপাদান (autotrophic components) e (b) পরভোজী উপাদান (heterotrophic components): পরিবেশ বিজ্ঞানীদের মতে বাস্তুতন্ত্রে নিম্নলিখিত নীতিসমূহ বিদ্যমান- 1. জৈব জগৎ এবং অজৈব জগতের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, অজৈব জগতের সূ র্যরশ্মি জৈব জগৎকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। আবার বাস্তুতন্ত্রের মধ্যে জৈব জগতের দুইটি প্…

একটি মন্তব্য পোস্ট করুন