ক্ষারীয় মাটি(Alkaline Soil)
ক্ষারীয় মাটি(Alkaline Soil) যে মাটির কণাগুলিতে আকর্ষিত সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, তাকে ক্ষারীয় মাটি (alkaline soil) বলে। এই মাটিতে বিনিময়যোগ্য সোডিয়াম (Na') শতকরা 15 ভাগ থাকে এবং pH-এর মান হয় 8.5-এর বেশি। সোডিয়াম সহজেই ক্লে-কলয়েড থেকে ক্যালসিয়াম আয়নকে অপসারিত করে সোডিয়াম মিশ্রিত ক্লে-কণা গঠন করে। এই সোডিয়াম (Na) নিম্নবর্ণিত বিক্রিয়া অনুযায়ী আর্দ্রবিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়. 2Na+CO+2H₂O 2Na+2OH+H₂CO₃ এভাবে তৈরি OH আয়ন মাটির pH-কে বৃদ্ধি করে। ক্ষার মাটি সৃষ্টির কারণগুলি হল নিম্নরূপ, 1. শুদ্ধ জলবায়ু (Dry Climate): পৃথিবীর যেসব স্থানে বৃষ্টিপাত খুব কম হয়, কিন্তু বাস্পীভবন বেশি সেখানে ক্ষারীয় মাটির সৃষ্টি হয়। কারণ কম বৃষ্টিপাত আবহবিকারে উৎপন্ন লবণকে ধৌত করার পক্ষে যথেষ্ট নয় আবার বর্ষার ক্ষারীয় লবণ মাটির নীচে প্রবেশ করলেও বেশিদূর যেতে পারে না এবং শুষ্ক ঋতুতে তা উঠে এসে পৃষ্ঠস্তরে জমা হয়। 2. দুর্বল জলনিকাশি ব্যবস্থা (Weak Drainage System): যেসব স্থানে মাটির জলনিকাশি ব্যবস্থা দুর্বল সেই সব স্থানে বেশি বৃষ্টির সময় ক্ষারীয় লবণ ওপরের স্তর থেকে ধুয়ে যায় এবং নিকাশি ব্যবস্থা বাধা…