লবণাম্বু উদ্ভিদের অভিযোজন (Adaptations of Halophytes)
Alborigato
লবণাম্বু উদ্ভিদের অভিযোজন (Adaptations of Halophytes)
লবণাম্বু উদ্ভিদের অভিযোজন (Adaptations of Halophytes) যে সকল উদ্ভিদ লবণাক্ত জল ও মৃত্তিকায় জন্মায় এবং বৃদ্ধি হয় তাদের লবণাম্বু বা হেলোফাইটস (Halophytes) বলে। এদের বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক অভিযোজন লক্ষ করা যায়। A. অলাস্থানিক বৈশিষ্ট্য (Morphological Feature) (i) উদ্ভিদগুলোর উচ্চতা কম হয় এবং গম্বুজাকার দেখতে হয়। (ii) কর্দমাক্ত মাটিতে উদ্ভিদগুলোকে ধরে রাখার জন্য কান্ড থেকে স্তম্ভমূল (prop roots) এবং ধনুকের ন্যায় ঠেসমূল (stilt roots) উৎপন্ন হতে দেখা যায়. iii) লবণান্ত মাটিতে বায়ু চলাচল করতে পারে না। তাই উদ্ভিদের মধ্যবর্তী মূল থেকে এক ধরনের মূল মাটি ভেদ করে মাধ্যাকর্ষণের বিপরীতে বায়ুতে খাড়াভাবে উঠে এসে বায়ু সংগ্রহ করে। একে শ্বাসমূল (pneumatophores) বলে। (iv) অধিকাংশ লবণাম্বু উদ্ভিদের পতা পুরু, রসালো, ক্ষুদ্রাকার এবং চকচকে বা মসৃণ হয়ে থাকে. (v) অনেকক্ষেত্রে বীজগুলি শাখায় থাকা অবস্থাতেই অঙ্কুরিত হয়। একে জরায়ুজ অঙ্কুরোদ্গম (viviparaous germination) বলে। (vi) মাটিতে লবণের পরিমাণ বেশি থাকায় স্বাভাবিকভাবে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করতে পারে না। সেই কারণে বিস্তৃত মূলজ অঞ্চল সাহায্যে ধীরে ধীরে…