মরু উদ্ভিদের অভিযোজন (Adaptation of Xerophytes)

Alborigato
মরু উদ্ভিদের অভিযোজন (Adaptation of Xerophytes)
মরু উদ্ভিদের অভিযোজন (Adaptation of Xerophytes) উদ্ভিদ বিজ্ঞানী ওপেনহাইমারের মতে (Oppenheimer, 1960) যে সকল উদ্ভিদ পরিবেশের জলের অভাব সাফল্যের সাথে আয়ত্ত করার জন্য নিজেদের দেহের অঙ্গসংস্থান শারীরস্থান এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে বসবাস করে তাদের মরু উদ্ভিদ (xerophytes) বলে। A. অঙ্গস্থানিক বৈশিষ্টা (Morphological Features) a. মূল (Roots)  (i) শুদ্ধ অঞ্চলের মাটিতে জলের অভাব থাকায় জলের জোগান সুনিশ্চিত করতে মরু উদ্ভিদের মূলগুলি সুগঠিত, প্রচুর শাখা প্রশাখা যুক্ত এবং মাটির গভীরে বিস্তৃত হয়। (ii) প্রধান মূল সমন্বিত উদ্ভিদের মূলরোম (root hair) ও মূলত্রাণ (root cap) গঠিত। b. কান্ড (Stem) (i) বেশিরভাগ ক্ষেত্রে কান্ড খর্বাকার, কাষ্ঠল ও শক্ত। অনেক সময় পুরু ছাল দ্বারা আবৃত থাকে। (ii) অনেক সময় পর্ণকান্ড লক্ষ করা যায়, যেমন: ফণিমনসা (Opuntia)। পর্ণকাণ্ড হল বহু পর্ব ও পর্বমালাযুক্ত রসালো কাণ্ড। (iii) কান্ড সাধারণত রোম বা মোমের আস্তরণ দ্বারা আবৃত থাকে। ফণিমনসা জাতীয় উদ্ভিদে পাতাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টকে পরিণত হয়ে কান্ডে আটকানো থাকে। একে পত্রকণ্টক (Spine) বলা হয়। (iv) কখনও কখনও সমগ্র কাণ্ডটি কাঁটায় রূপান্তরি…

একটি মন্তব্য পোস্ট করুন