মাটি সৃষ্টির প্রত্যক্ষ উপাদান(Active Factors of Soil Formation)
Alborigato
মাটি সৃষ্টির প্রত্যক্ষ উপাদান(Active Factors of Soil Formation)
মাটি সৃষ্টির প্রত্যক্ষ উপাদান(Active Factors of Soil Formation) জলবায়ু (Climate) মাটি গঠনের উপাদানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল জলবায়ু। জলবায়ুর বিভিন্নতায় মাটির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য (physical and chemical proporties)ও ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। জলবায়ুর বিভিন্ন উপাদানের মধ্যে (1) বৃষ্টিপাত এবং (ii) উয়তা মাটি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। (i) বৃষ্টিপাত (Railfall): জলবায়ুর অন্যতম উপাদান হল বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণগত পার্থক্যের জন্য মাটির যৌত প্রক্রিয়ার পরিমাণ বিভিন্ন হয়। ফলে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার মাটির সৃষ্টি হয়। যে সমস্ত অঞ্চলে জলবায়ু আর্দ্র ও নাতিশীতোয় প্রকৃতির সেখানে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য মাটির ধৌত প্রক্রিয়া (leaching) খুব বেশি হয়। ফলে মাটির উপরিস্তর থেকে সহজে দ্রবণীয় খনিজ পদার্থগুলি অপসারিত হয় এবং মাটির প্রকৃতি অম্লধর্মী হয়। আবার মেরু বা মরুপ্রায় অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য ধৌত প্রক্রিয়া বেশি হয় না। ফলে মাটির উপরিস্তর থেকে দ্রবণীয় খনিজ পদার্থগুলি সহজে অপসারিত হয় না। কিন্তু ক্যালসিয়াম ধৌত প্রক্রিয়ার মাধ্যমে এ স্তর থেকে অপসারিত হয়ে ৪ স্…