স্মৃতি বা পরপক্রিয়া কী? এর চারটি ভরের বর্ণনা দাও।2-6
Alborigato
স্মৃতি বা পরপক্রিয়া কী? এর চারটি ভরের বর্ণনা দাও।2-6
স্মৃতি বা পরপক্রিয়া কী? এর চারটি ভরের বর্ণনা দাও।2-6 স্মৃতি বা স্মরণক্রিয়া স্মৃতি বা স্মরণক্রিয়া হল এক বিশেষ প্রকার মানসিক প্রক্রিয়া। অধীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজনমতো তাকে অবিকল স্মরণ করাকেই স্মৃতি বলে। স্মৃতির চারটি স্তর আধুনিক মতবাদ অনুযায়ী, স্মৃতি বা স্মরণক্রিয়াকে বিশ্লেষণ করলে পরস্পর সম্পর্কযুক্ত চারটি ভরের সন্ধান পাওয়া যায়। এই ভরগুলিকে নীচে চিত্রের সাহায্যে বর্ণনা করা হল অভিজ্ঞতা অর্জন (স্মৃতির প্রথম স্তর) কোনো বিষয় স্মরণে রাখতে হলে সর্বপ্রথম যে মানসিক প্রক্রিয়ার সাহায্য নিতে হয়, তাই হল শিখন। ধারণ বা সংরক্ষণ স্মৃেতির দ্বিতীয় শুর) সংরক্ষণ বা ধারণ হল এমন এক প্রক্রিয়া যার দ্বারা শিখনজাত নানাপ্রকার বিষয় বা অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিবর্তিত হয়। বাস্তবে মানুষ শিখন প্রচেষ্টার দ্বারা যেসব অভিজ্ঞতা অর্জন করে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার অনেক অংশই স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। ধারণ বা সংরক্ষণের শর্তাবলি অভিজ্ঞতা বা জ্ঞানের ধারণ বা সংরক্ষণ কয়েকটি শর্তের ওপর নির্ভর করে। ওই পর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- i.উত্তম শিখন এবং অনুশীলন: সংরক্ষণের প্রথম শর্ত হল উত্তম শিখন। বিষয়বস্তুটিকে খুব ভালো…