তরঙ্গ বিযুক্তি(Wave Discontinuity)

Alborigato
তরঙ্গ বিযুক্তি(Wave Discontinuity)
তরঙ্গ বিযুক্তি(Wave Discontinuity) সাধারণত ভূ-অভ্যন্তরের মধ্য দিয়ে যখন 'P' ও 'S' তরঙ্গোর প্রবাহ ঘটে তখন আলোক তরঙ্গের মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে। অর্থাৎ এক ঘনত্বের শিলাস্তর থেকে অন্য ঘনত্বের স্তরে প্রবাহের সময় 'P' ও 'S' তরঙ্গোর গতিপথ পরিবর্তিত হয়, একে তরঙ্গ বিযুক্তি (wave discontinuity) বলে। অন্যভাবে বলা যায় যে, বিভিন্ন উপাদানের তারতম্য অনুসারে ভূ-অভ্যন্তরের স্তর ভাগগুলি একে অপরের সঙ্গে সূক্ষ্ম সীমারেখায় মিলিত হয়েছে, যাতে দুটি ভরের মধ্যে সহজে পার্থক্য করা যায়। সেই কাল্পনিক সীমারেখাকে বিযুক্তি রেখা বলে। এই রেখাগুলি বিভিন্ন গভীরতায় অবস্থান করে। এই রেখাগুলির আপেক্ষিক ঘনত্বও বিভিন্ন প্রকারের হয়। এই বিযুক্তি তরঙ্গের গতির ওপর নির্ভর করে। তরঙ্গের গতি আবার পদার্থের ভৌত ধর্মের উপর নির্ভর করে। এভাবে প্রতিফলন ও প্রতিসরণের কোণের মান থেকে ভূ-অভ্যন্তরের পদার্থের বৈশিষ্ট্য জানা যায়। তাছাড়া ভু-কম্পন তরঙ্গঙ্গ বিভিন্ন স্তরের বিযুক্তিগুলির সীমারেখা চিনতে সাহায্য করে। নীচে কয়েকটি প্রধান বিযুক্তিতল বা রেখা সম্বন্ধে আলোচনা করা হল- (i) কনরাড বিযুক্তি (Conrad Discontinuity) ভূত্ব…

একটি মন্তব্য পোস্ট করুন