বিভিন্ন ধরনের খনিজ এবং নমুনার শনাক্তকরণ (types of mineral and sample identification)

Alborigato
বিভিন্ন ধরনের খনিজ এবং নমুনার শনাক্তকরণ (types of mineral and sample identification) সাধারণত দু'ধরনের অভ্র দেখতে পাওয়া যায়- (ক) শ্বেতবর্ণের অভ্র বা মাকোভাইত। (খ) ঘন কুয়াভ অভ্র বা বাইওত্রইত  Specimen No.-1: BIOTITE কৃষ্ণাভ অভ্র বা বাইওটাইট (পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা ও ম্যাগনেশিয়াম মিশ্রিত সিলিকেট): শনাক্তকরণের উপায়: আকৃতি-পাতলা পাতের মতো (foliated) বর্ণ-শ্বেত অভ্র স্বচ্ছ ও বর্ণহীন; বর্ণ কালো। দ্যুতি বা উজ্জ্বলতা-কাচের মতো বা মুক্তোর মতো (glassy or pearly); পুরু অভ্র অস্বচ্ছ। সম্ভেদ বা ফাটল-ফাটলের চিহ্ন স্পষ্ট। ভগ্ন অংশ-অসমান (uneven)।কাঠিন্য-2.00 থেকে 2.50। আপেক্ষিক গুরুত্ব-2.76 থেকে 3.00। বিশেষ বৈশিষ্ট্য- খুব পাতলা পাতের মতো স্তরগুলিকে আলাদা করা যায়। স্তর স্বচ্ছ হয়। সিদ্ধান্ত: কালো হলে বায়োটাইট। উৎস: কৃয়াভ অভ্র গ্রানাইট, নিস্ ও শিস্ট প্রভৃতি শিলায় দেখতে পাওয়া যায়। ব্যবহার: অভ্র বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে যথেষ্ট ব্যবহার হয়ে থাকে। ভারতে অবস্থান: ছোটোনাগপুর মালভূমির হাজারিবাগ ও কোডার্মা অভ্রের জন্য বিখ্যাত। রাসায়নিক সংযুক্তি: K(Mg, Fe), (Si, Al),, (OH), Specimen No.-2: MUSCOVITE শ্বেত অভ্র বা মাস্ক…

একটি মন্তব্য পোস্ট করুন