বিভিন্ন ধরনের খনিজ এবং নমুনার শনাক্তকরণ (types of mineral and sample identification)
বিভিন্ন ধরনের খনিজ এবং নমুনার শনাক্তকরণ (types of mineral and sample identification) সাধারণত দু'ধরনের অভ্র দেখতে পাওয়া যায়- (ক) শ্বেতবর্ণের অভ্র বা মাকোভাইত। (খ) ঘন কুয়াভ অভ্র বা বাইওত্রইত Specimen No.-1: BIOTITE কৃষ্ণাভ অভ্র বা বাইওটাইট (পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা ও ম্যাগনেশিয়াম মিশ্রিত সিলিকেট): শনাক্তকরণের উপায়: আকৃতি-পাতলা পাতের মতো (foliated) বর্ণ-শ্বেত অভ্র স্বচ্ছ ও বর্ণহীন; বর্ণ কালো। দ্যুতি বা উজ্জ্বলতা-কাচের মতো বা মুক্তোর মতো (glassy or pearly); পুরু অভ্র অস্বচ্ছ। সম্ভেদ বা ফাটল-ফাটলের চিহ্ন স্পষ্ট। ভগ্ন অংশ-অসমান (uneven)।কাঠিন্য-2.00 থেকে 2.50। আপেক্ষিক গুরুত্ব-2.76 থেকে 3.00। বিশেষ বৈশিষ্ট্য- খুব পাতলা পাতের মতো স্তরগুলিকে আলাদা করা যায়। স্তর স্বচ্ছ হয়। সিদ্ধান্ত: কালো হলে বায়োটাইট। উৎস: কৃয়াভ অভ্র গ্রানাইট, নিস্ ও শিস্ট প্রভৃতি শিলায় দেখতে পাওয়া যায়। ব্যবহার: অভ্র বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে যথেষ্ট ব্যবহার হয়ে থাকে। ভারতে অবস্থান: ছোটোনাগপুর মালভূমির হাজারিবাগ ও কোডার্মা অভ্রের জন্য বিখ্যাত। রাসায়নিক সংযুক্তি: K(Mg, Fe), (Si, Al),, (OH), Specimen No.-2: MUSCOVITE শ্বেত অভ্র বা মাস্ক…