ঘূর্ণায়মান পৃথিবীর ত্রিকক্ষ নক্শা(Tricellular Model of Rotating Earth)
Alborigato
ঘূর্ণায়মান পৃথিবীর ত্রিকক্ষ নক্শা(Tricellular Model of Rotating Earth)
ঘূর্ণায়মান পৃথিবীর ত্রিকক্ষ নক্শা(Tricellular Model of Rotating Earth) ঘূর্ণায়মান পৃথিবীর বায়ু সঞ্চালনে তিনটি কোশ দেখা যায়-হ্যাডলি, ফেরেল ও মেরু কোশ। হ্যাডলি কোশ (Hadley Cell): বিজ্ঞানী জি. হ্যাডলি (G. Hadley, 1735) এই নক্শার উপস্থাপন করেন যা হ্যাডলি কোশ নমে পরিচিত। হ্যাডলি কোশ নিরক্ষরেখা ও 30° উত্তর/দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্তিত। এই নক্শা অনুসারে নিরক্ষীয় অঞ্চলের ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্ফোরিক বায়ু উত্তপ্ত হয়ে উল্লম্বভাবে উর্ধ্বে প্রবাহিত হয় এবং মেরুপ্রদেশের দিকে সংবাহিত হয়। অবশেষে ভূপৃষ্ঠ ধরে আবার নিরক্ষীয় অঞ্চলে ফিরে আসে এবং হ্যাডলি নক্শা সম্পূর্ণ করে। হ্যাডলি কোশ বা নক্সার ওপরের অংশটি নিরক্ষরেখা থেকে উচ্চতর অক্ষাংশের দিকে আর নিম্ন অংশটি উচ্চতর অক্ষাংশ থেকে নিরক্ষরেখার দিকে বহমান। নিরক্ষরেখার দিকে ভূপৃষ্ঠ সংলগ্ন এই ট্রপোস্ফেরিক বায়ুর প্রবাহকে আয়ন বায়ু (trade wind) বলে। ফেরেল কোশ (Ferrel Cell): উভয় গোলার্ধে 30°-60° অক্ষাংশের মধ্যবর্তী বায়ু সঞ্চালন কোশটি ফেরেল কোশ নামে পরিচিত। এই অঞ্চলটি পরোক্ষ তাপীয় কক্ষ (indirect thermal cell) কারণ সৌরতাপের প্রত্যক্ষ উত্ত াপে গঠিত হয়নি। প্রকৃতপক্ষে…