থিওডোলাইট সার্ভে (THEODOLITE SURVEY)
থিওডোলাইট সার্ভে (THEODOLITE SURVEY) ধারণা (concept): জরিপের কাজে ব্যবহৃত একটি সূক্ষ্ম আলোকীয় যন্ত্রকে থিওডোলাইট বলে। জরিপের কাজ এর সাহায্যে নিখুঁতভাবে উল্লম্ব ও অনুভূমিক কোণের মাপ সংগ্রহ করা যায়। ভূমির অনুভূমিক, কোণাকুনি মাপ, ভূমি উচ্চতার পরিমাপ প্রভৃতি থিওডোলাইট যন্ত্রের সাহায্যে নিখুঁতভাবে সংগ্রহ করা হয়।তারপর ত্রিকোণমিতির সাহায্যে সেগুলি সমাধান করে জমির মাপ, ভূমির উচ্চতা, পাহাড় পর্বতের উচ্চতা প্রভৃতি বিষয়গুলি মানচিত্রে চিত্রিত করা হয়। থিওডোলাইট যন্ত্রের সাহায্যে যে জরিপ কাজ করা হয় তাকে থিওডোলাইট সার্ভেইং বলা হয়।এই সার্ভেইং-এর মাধ্যমে জমির মাপ যেমন নেওয়া যায়, তেমনি ভূমির উচ্চতা, পাহাড়ের উচ্চতা, উঁচু বিল্ডিং-এর উচ্চতা পরিমাপ করা যায়। থিওডোলাইট যন্ত্রটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে মধ্যে আছে ডিগ্রি অঙ্কিত একটি অনুভূমিক ও একটি উল্লম্ব বলয়াংশ, একটি স্পিরিট লেভেল ও একটি দূরবীক্ষণ যন্ত্র। যন্ত্রের সূক্ষ্মতা বৃদ্ধির জন্য কোনো কোনো থিওডোলাইটে ভার্নিয়ার ও তার সঙ্গে একটি অনুবীক্ষণ যন্ত্রও যোগ করা হয়। থিওডোলাইটের প্রকারভেদ(types of theodolite): থিওডোলাইট প্রধানত দুই প্রকার, যথা- ট্রানজিট থিওডোলাইট এবং …