আপেক্ষিক উচ্চতা (Relative Relief)
আপেক্ষিক উচ্চতা (Relative Relief) ধারণা (concept) কোনো নির্দিষ্ট অঞ্চলের সবচেয়ে উঁচু ও সবচেয়ে নিচু স্থানের মধ্যে উচ্চতার পার্থক্যের মান হল প্রাপ্ত উচ্চতার মাত্রা। উচ্চতার মাত্রা নির্ণয় একটি গুরুত্বপূর্ণ ভূ-প্রকৃতি বিষয়ক পরিমাপ। এই পরিমাপের প্রবর্তক হলেন জি. এইচ. স্মিথ (G. H. Smith-1935) G. H. Smith উচ্চতার মাত্রা (Amplitude of relief) কে 'আপেক্ষিক উচ্চতা' (relative relief) বা 'স্থানীয় উচ্চতা' (local relief) নামে অভিহিত করেন। স্থানীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে ভূমিরূপের আপেক্ষিক উচ্চতা অর্থাৎ একটি অংশের উচ্চতার সঙ্গে পার্শ্ববর্তী অংশে উচ্চতার পরিমাপ এর দ্বারা ভূমিরূপের ঢাল বা উচ্চতার পরিমাণ নির্ণয় করা হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন সমোন্নতি রেখার মানের পার্থক্যই হল- প্রাপ্ত উচ্চতার মাত্রা (গ্রিডের সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটি বিন্দুর উচ্চতার পার্থক্য নির্ণয় করা হয়)। সমোন্নতি রেখাহীন গ্রিডের উচ্চতার মাত্রা বা আপেক্ষিক উচ্চতা বা স্থানীয় উচ্চতা কখনই শূন্য হয় না। তবে সমোন্নতি রেখার ব্যবধান-এর মানের থেকে কম হয়। আপেক্ষিক উচ্চতার সংজ্ঞা(definition of relative re…