মৌসুমি বায়ুর সঙ্গে জেট প্রবাহের সম্পর্ক(Monsoon Wind in Relation to Jet Stream)

Alborigato
মৌসুমি বায়ুর সঙ্গে জেট প্রবাহের সম্পর্ক(Monsoon Wind in Relation to Jet Stream)
মৌসুমি বায়ুর সঙ্গে জেট প্রবাহের সম্পর্ক(Monsoon Wind in Relation to Jet Stream) বিভিন্ন আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে ভারতীয় উপমহাদেশের মৌসুমি বায়ুপ্রবাহ গভীরভাবে উর্ধ্বাকাশের জেট বায়ুপ্রবাহ (মূলত ক্রান্তীয় পুবালি জেট প্রবাহ) দ্বারা নিয়ন্ত্রিত। গ্রীষ্মকালীন জেটপ্রবাহ (Summer Jet Stream): গ্রীষ্মকালে (এপ্রিল-মে) তিকাতীয় মালভূমির দক্ষিণাংশ অর্থাৎ উত্তর-পশ্চিম ভারতে অধিক সৌরতাপের কারণে স্থায়ী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় যা ভারতে ওই সময়ে অবস্থিত উপক্রান্তীয় জেট বায়ুকে আরও উত্তরে সরিয়ে দেয় এবং ক্রান্তীয় পূবালি জেট প্রবাহ (easterly jet stream) এই সময়ে ভারতে আত্মপ্রকাশ করে। গ্রীষ্মের শুরুতে ক্রমশ এই বায়ু প্রায় 13°-14° অক্ষাংশ বরাবর 14-16.5 কিমি উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করে। পুবালি জেট প্রবাহ গঙ্গা সমভূমি অতিক্রম করার সময় ভারতীয় আকাশে প্রচুর কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়, যা উত্তর ও উত্তর-পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত ঘটায়। একে প্রাক-মৌসুমি বৃষ্টি বলে। এরপর জুনের শুরুতে পুবালি জেট প্রবাহের অক্ষ কলকাতা-বেঙ্গালুরু বরাবর প্রায় 13° অক্ষাংশে থাকে। এই সময় ভারত মহাসাগরে উচ্চচাপ কেন্দ্র থাকে। উচ্চ…

একটি মন্তব্য পোস্ট করুন