আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যা(Meteorology and Climatology)

Alborigato
আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যা(Meteorology and Climatology)
আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যা(Meteorology and Climatology) প্রাকৃতিক ভূগোলের শাখা হিসাবে আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আবার এই দুই বিদ্যার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সেইসঙ্গে একে অপরের পরিপূরক। 'Meteorology' শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হল "Discourse on things above"। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল 350 B.C.-তে প্রথম Meteorologica থেকে 'Meteorology' শব্দটি সংগ্রহ করেন। এখানে আবহবিদ্যায় আবহমণ্ডলের উপাদানগুলি পদার্থ ও রসায়ন নিয়ে আলোচনা করে থাকে। আবহবিদ্যা হল নিম্ন বায়ুমণ্ডলের পদার্থবিদ্যা। এই বিদ্যা বায়ুমণ্ডল বা আবহমণ্ডলের কোনো একটি বিশেষ উপাদান সম্পর্কে আলোচনা করে। আবার অন্যভাবে বলা যায় যে-আবহবিদ্যা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে পর্যালোচনা করে। আবহবিদ্যা মূলত আবহাওয়ার কোনো এক উপাদানের ভৌত অবস্থার বর্ণনা করে থাকে। আবহবিদ্যার কাজ হল পদার্থবিদ্যা ও ভূগোলের মধ্যে সমন্বয় রক্ষা করা। এই বিদ্যা তার মৌলিক নীতিগুলি পদার্থবিদ্যা থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে গঠিত বায়ুমন্ডলের প্রকৃতির বর্ণনায় প্রয়োগ করে। বিভিন্ন জলবায়ুবিদদ…

একটি মন্তব্য পোস্ট করুন