সংক্ষিপ্ততম পথ বিশ্লেষণের সাহায্যে পরিবহন নেটওয়ার্কের পথ বক্রতার পরিমাপ (measurement of route sinuosity of transport network by shortest path analysis)

Alborigato
সংক্ষিপ্ততম পথ বিশ্লেষণের সাহায্যে পরিবহন নেটওয়ার্কের পথ বক্রতার পরিমাপ (measurement of route sinuosity of transport network by shortest path analysis) ধারণা (concept): কোনো পরিবহন নেটওয়ার্কের অন্তর্গত দুটি গ্রন্থির মধ্যে যে সরাসরি দূরত্বকে প্রকৃত দূরত্ব (actual distance) বা দৃশ্যমান দূরত্ব বা সংক্ষিপ্ততম দূরত্ব (shortest distance) বা প্রকৃত ন্যূনতম দূরত্ব বলে। অপরদিকে মানুষ একটি গ্রন্থি থেকে অপর কোনো গ্রন্থিতে ন্যূনতম পথে ও স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে যাতায়াত করতে যে ন্যূনতম পথ প্রত্যশা করে, সেই সংক্ষিপ্ত পথকে কাঙ্খিক দূরত্ব (desire distance) বা প্রত্যাশিত দূরত্ব (direct distance) বা জ্যামিতিক দূরত্ব বলে। সংজ্ঞা (definition): কোনো পরিবহন নেটওয়ার্কের অন্তর্গত দুটি গ্রন্থির মধ্যে প্রকৃত দূরত্ব (actual বা existing distance) এবং প্রত্যাশিত দূরত্বের (desire বা direct distance) পার্থক্যই হচ্ছে পথ বক্রতা (route sinuosity) পরিমাপ (measurement): পরিবহন নেটওয়ার্কের পথ বক্তৃতা (route sinuosity) পরিমাপ করার জন্য দুটি সূচক ব্যবহৃত হয়। যথা- ① পথ বক্রতার সূচক (detour index): দুটি গ্রন্থির প্রকৃত ন্যূনতম দূর…

একটি মন্তব্য পোস্ট করুন