জেট প্রবাহ (Jet Stream)

Alborigato
জেট প্রবাহ (Jet Stream)
জেট প্রবাহ (Jet Stream) ধারণা (Concept) বায়ুপ্রবাহ ভূগোল বিষয়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুপ্রবাহের সঙ্গে জেট বায়ুপ্রবাহ ওতপ্রতোভাবে জড়িত। জলবায়ু ও আবহবিদ্যার আলোচ্য বিষয় হল জেট বায়ুপ্রবাহ। বায়ুমণ্ডলে বায়ুর সঞ্চালন জনিত তত্ত্বগুলির মধ্যে অন্যতম তত্ত্ব হল জেট বায়ুপ্রবাহ। পৃথিবীকে বৃত্তাকারে ঘিরে রাখা একটি বায়ুপ্রবাহ হল জেট বায়ুপ্রবাহ World Meteorological Or-ganisation জেট প্রবাহকে একটি শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত হিসেবে অখ্যায়িত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বায়ুস্রোত আবহাওয়াবিদগণের দৃষ্টিতে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে বিজ্ঞানী M. Backen এই প্রবাহ আবিষ্কার করেন। কিন্তু বিশ্বযুদ্ধের পরে চিকাগো বিশ্ববিদ্যালয়ে কার্ল গুস্টাফ রসবি (Carl Gustaf Rossby)-র অধীনে এই বিষয় সম্বন্ধে গবেষণা শুরু হয় যা আজও চলছে। পৃথিবীর উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ এবং মেরুপ্রদেশীয় নিম্নচাপ কক্ষের মধ্যবর্তী অঞ্চলে বায়ুমণ্ডলের উচ্চস্তরে কিছু প্রবল পশ্চিমা জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়। যা পরবর্তী সময়ে জেট প্রবাহ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার বোমারু বিমানগুলি জার্ম…

একটি মন্তব্য পোস্ট করুন