প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ প্রদর্শনকারী মানচিত্র অঙ্কন (drawing of map showing broad physiographical divisions)
প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ প্রদর্শনকারী মানচিত্র অঙ্কন (drawing of map showing broad physiographical divisions) টপোমানচিত্র থেকে প্রদর্শিত অঞ্চলটির ভূপ্রকৃতি বর্ণনা করার সময় প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি কোথায় কীভাবে বন্টিত হয়েছে তা দেখানোর জন্য টপোমানচিত্রটির ক্ষুদ্র প্রতিরূপ অঙ্কন করা প্রয়োজন। নিম্নলিখিতভাবে প্রস্তুত করা হয়। যেমন- ① কোনো টপোমানচিত্রকে সমান আয়তন বিশিষ্ট মানচিত্র খাতায় অঙ্কন করে প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলিকে সেই মানচিত্রে দেখানো বাস্তবক্ষেত্রে অসম্ভব। ফলে সরবরাহকৃত টপোমানচিত্রটিকে আনুপাতিক হারে ছোটো করতে হবে। ②টপোমানচিত্রকে স্কেল অনুসারে আনুপাতিক হারে ছোটো দুটি পদ্ধতিতে করা যায়। যথা- (a) সরবরাহকৃত টপোমানচিত্রটি 1: 50,000 স্কেলসূচক ভগ্নাংশের হয়ে থাকে এবং এইরূপ মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 15' 15' হয়। সমগ্র মানচিত্রটি 5'x 5' অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারের ৭টি গ্রিড ভাগ করা। এরূপ একটি অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার যুক্ত গ্রিড বেছে নতে হবে। বেছে নেওয়া গ্রিডটির সমান দৈর্ঘ্য ও প্রস্থের প্রকৃত পরিমাপ অনুসারে খাতায় একটি গ্রিড অঙ্কন করতে হবে। এই গ্রিডে…