নদী ঘনত্ব (drainage density)
নদী ঘনত্ব (drainage density) ধারণা (Concept) প্রতি একক ক্ষেত্রফলে নদীখাতের গড় দৈর্থোর প্রেক্ষিতে নদী বাবচ্ছিন্নতার প্রথন (texture of river dissection) নদী ঘনত্ব (drainage density) দ্বারা প্রকাশিত হয়। হর্টনই প্রথম নদী ঘনত্ব পরিমাপের উল্লেখ করেন। নদী অববাহিকার ঘনত্ব বলতে প্রধানত নদীর ক্ষয়জাত ভূমিরূপের ঘনত্বকে বুঝায়। অনা কথায় ইহা দ্বারা অববাহিকার ঘনত্ব (নদী ঘনত্ব) বুঝায়। কোনো নদী অববাহিকার মোট নদী দৈর্ঘ্যকে ওই অববাহিকার আয়তন (ক্ষেত্রফল) দিয়ে ভাগ করলে নদী ঘনত্ব পাওয়া যায়। এটি নিম্নলিখিত সমীকরণের মাধ্যমে পাওয়া যায়। drainage density=total length of river total basin area নদী ঘনত্বের সংজ্ঞা(definition of drainage density) কোনো নদী অববাহিকার মোট নদীর দৈর্ঘ্যকে ওই অববাহিকার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে নদী ঘনত্ব পাওয়া যায়। হটন (1945) নিম্নলিখিত সূত্রের সাহায্যে এটি প্রকাশ করেন-DD-L A যেখানে, DD = নদী ঘনত্ব, EL = নদীর মোট দৈর্ঘ্য, A = অববাহিকার ক্ষেত্রফল। দ্রষ্টব্য: ① হর্টনই প্রথম নদী ঘনত্ব পরিমাপের উল্লেখ করেন। ② নদী ঘনত্ব প্রকাশ করা হয় কিমি/বর্গকিমি অথবা মাইল/বর্গমাইল-এ। ③ হর্টন কর্তৃক গৃহীত পদ্ধতিতে সমগ্র নদ…