ব্যবচ্ছিন্নতার সূচক (dissection index)
ব্যবচ্ছিন্নতার সূচক (dissection index) ধারণা (concept) ভূমিরূপ পরিমিতির একটি উল্লেখযোগ্য সূত্র হলো ব্যবচ্ছিন্নতার সূচক বা ব্যবচ্ছেদের সূচক। ভূ-প্রকৃতির কোনো একটি বিশেষ অঞ্চল কতটা ব্যবচ্ছিন্ন বা কর্তিত হয়েছে, তা নির্ণয় করা হয় এই সূচকের সাহায্যে। এটি পরিমাপের জন্য ডোভ নীর (1957) কর্তৃক ব্যবহৃত যে সূত্রটি ব্যবহার করেছেন সেটি নিম্নরূপ- dissection index= relative relief maximum altitude আবহবিকারের বিভিন্ন উপাদান দ্বারা ভূমিরূপ ক্ষয়ের মাত্রা নির্ধারণের জন্য এটি ব্যবহৃত হয়। এই সূচকটির দ্বারা ভূমিরূপের ক্ষয়চক্রের পর্যায় সম্বন্ধেও ধারণা করা যায়। ব্যবচ্ছিন্ন সূচকের সংজ্ঞা(definition of dissection index) কোনো অঞ্চলের আপেক্ষিক উচ্চতা এবং ঐ অঞ্চলের চরম উচ্চতার যে অনুপাত তাকে ব্যবচ্ছিন্নতার সূচক বলে। অর্থাৎ কোনো অঞ্চলের আপেক্ষিক উচ্চতাকে ঐ অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ব্যবচ্ছিন্নতার সূচক বা ব্যবচ্ছিন্নতার মাত্রা বলে। ব্যবচ্ছিন্ন সূচকের গুরুত্ব(importance of dissection index) ① একটি বিশেষ অঞ্চল কতটা ব্যবচ্ছিন্ন বা কর্তিত হয়েছে, তাহা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ② আবহবিকারের বিভিন্ন…