নদীর পর্যায়ক্রম নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি (different methods of stream ordering)
নদীর পর্যায়ক্রম নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি (different methods of stream ordering) নদী অববাহিকার ভূমিকূপ পরিমিতি বিশ্লেশুণের (morphometric analysis of river basin) জন্য নদীর পর্যায়ক্রম নির্ণয় (stream ordering) একটি উল্লেখযোগ্য বিষয়। তাই নদী অববাহিকার বিশ্লেষণের জন্য বিভিন্ন নদী বিজ্ঞানী বিভিন্ন পদ্ধতিতে নদীর পর্যায়ক্রম নির্ধারণ করেছেন। এদের মধ্যে হলেন- 1. হটন (1945) অনুসৃত পদ্ধতি (Horton's method) 2.স্টলার (1954) অনুসৃত পদ্ধতি (Strahler's method 3.শ্রেভ (1967) অনুসৃত পদ্ধতি (Shreve's method) হর্টনের মতানুসারে নদীর পর্যায়ক্রম নির্ণয় পদ্ধতি (methods of stream ordering by Horton) 1945 সালে হর্টন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নদী অববাহিকাকে কেন্দ্রকরে নদীর পর্যায়ক্রম সম্পর্কে সর্বপ্রথম তার গবেষণা কার্য পরিচালনা করেন। নদীর পর্যায়ক্রম সনাক্তকরণ প্রথম ক্রমের নদী (1st order stream) ① একটি মূল নদী ও তার উপনদী, প্রউপনদী যদি একটি উপত্যকায় সমভাবে বিস্তারিত হয় তাহলে তাদের ক্ষুদ্রতম স্রোতধারাকে প্রথম ক্রমের নদী (1st order stream) বলা হয়। ② যে সব নদীর কোন উপনদী (Unbranched tributary) নেই তাঁদের প্রথম ক্…