থিওডোলাইট-এর সাহায্যে দুটি বিন্দুর মধ্যে অনুভূমিক দূরত্ব নির্ণয়(determination of horizontal distance between two points by theodolite)
Alborigato
থিওডোলাইট-এর সাহায্যে দুটি বিন্দুর মধ্যে অনুভূমিক দূরত্ব নির্ণয়(determination of horizontal distance between two points by theodolite)
থিওডোলাইট-এর সাহায্যে দুটি বিন্দুর মধ্যে অনুভূমিক দূরত্ব নির্ণয়(determination of horizontal distance between two points by theodolite) থিওডোলাইটের সাহায্যে দুটি বিন্দুর মধ্যে অনুভূমিক দূরত্ব, নির্ণয় দুটি পদ্ধতিতে পরিমাপ করা যায়। যথা- 1.স্টেডিয়া পদ্ধতি (stadia method) 2.এক ডিগ্রি পদ্ধতি (one degree method) স্টেডিয়া পদ্ধতি সাধারণত দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ফিতার সাহায্যে পরিমাপ করা যায়। তবে সম্পূর্ণ সঠিকভাবে দূরত্ব নির্ণয়ের জন্য স্টেডিয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এই পদ্ধতি অবলম্বন করতে হলে থিওডোলাইটকে লেভেল অবস্থায় এনে টেলিস্কোপ নিখুঁতভাবে অনুভূমিক অবস্থায় আনতে হবে। অর্থাৎ উলম্ব স্কেলে VC ও 0 ^ 0 - 0 ^ 0 থাকতে হবে। 0 ^ 0 - 0 ^ 0 অর্থ হল ভার্নিয়ার স্কেলের 0 deg ও মুখ্য স্কেলের o deg দাগ একই বিন্দুতে অবস্থান করতে হবে। দূরত্ব মাপা যায় স্টাফের স্টেডিয়ার মাধ্যমে। একটি বিন্দুতে থিওডোলাইট রেখে অপরদিকে স্টাফ রাখতে হবে। অন্য বিন্দুতে স্টাফ একেবারে খাড়াভাবে রাখতে হবে। এই পরিস্থিতিতে টেলিস্কোপের সাহায্যে উপর ও নীচের স্টেডিয়া রিডিং নিতে হবে। দ্রষ্টব্য: ① 100 এখানে স্টেডিয়া ধ্রুবক, differences symbol (…