থিওডোলাইটের সাহায্যে বস্তুর উচ্চতা নির্ণয় (determination of height of the object by theodolite)
থিওডোলাইটের সাহায্যে বস্তুর উচ্চতা নির্ণয় (determination of height of the object by theodolite) থিওডোলাইটের সাহায্যে কোনো বস্তুর উচ্চতা নির্ণয়ে দুটি। পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথম পরিস্থিতিতে জরিপকারী প্রয়োজনে বস্তুর পাদদেশ পর্যন্ত বাধাহীনভাবে যেতে পারবে যা অভিগম্য পাদদেশ অবস্থান (base accessible position)। আর দ্বিতীয় ক্ষেত্রে জরিপকারী বস্তুর পাদদেশ যেতে পারবে না, যা অগমা পাদদেশ অবস্থান (base inaccessible position method) বলে। এই দুই পরিস্থিতির নিম্নলিখিত দুটি পদ্ধতিতে কোনো বস্তুর উচ্চতা নির্ণয় করা হয়। পদ্ধতিগুলি হল- ① অভিগম্য পাদদেশ অবস্থান পদ্ধতি (base accessible position method) এবং ② অগম্য পাদদেশ অবস্থান পদ্ধতি (base inaccessible position method) অভিগম্য পাদদেশ অবস্থান পদ্ধতি (base accessible position method): যে অবস্থানে বস্তুর পাদদেশ পর্যন্ত পৌঁছানো যায় এবং স্টাফ রিডিং নেওয়া যায় তাকে অভিগম্য পাদদেশ অবস্থান (base accessible) বলে। থিওডোলাইট যন্ত্র দ্বারা কোনো মন্দির, পাহাড়, বৃক্ষ, বিল্ডিং ইত্যাদির উচ্চতা নিরূপণ করা যায়। যে মন্দিরের উচ্চতা নিরূপণ করতে হবে, ওই মন্দিরের পাদদেশ হতে কিছু দূরে…