বায়ুপ্রবাহের নিয়ন্ত্রকসমূহ(Controlling Factor of Wind)
Alborigato
বায়ুপ্রবাহের নিয়ন্ত্রকসমূহ(Controlling Factor of Wind)
বায়ুপ্রবাহের নিয়ন্ত্রকসমূহ(Controlling Factor of Wind) বায়ুপ্রবাহের দিক (direction) ও গতিবেগ (veloc-ity) মূলত নিয়ন্ত্রিত হয় কতকগুলি বল বা শক্তির দ্বারা। অনুভূমিক তলে এরূপ চার ধরনের শক্তির কথা আবহবিদরা উল্লেখ করেছেন যারা বায়ুকে সংবাহিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে। এরা হল মাধ্যাকর্ষণ শক্তি, চাপনতিমাত্রাজনিত শক্তি, কোরিওলিসজনিত বল, কেন্দ্রাতিগ বল এবং ঘর্ষণজনিত শক্তি। এদের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি এবং চাপনতিমাত্রা শক্তিকে চালনা শক্তি (driv-ing force) বলে কারণ এরা স্থান কাল ভেদে কাজ করে, সে বায়ুর প্রভাব থাকুক বা না থাকুক। অপরপক্ষে কোরিওলিস, ঘর্ষণ ও কেন্দ্রাতিগ বলকে পরিচালন শক্তি (steering force) বলে। এরা বায়ুর গতিপ্রবাহের সঙ্গে উদ্ভব হয়। চাপনতিমাত্রাজনিত শক্তি (Pressure Gradient Force) একই অনুভূমিক তলে অবস্থিত ভিন্ন বা অসম বায়বীয় চাপযুক্ত দুটি স্থানের মাধ্যমে বল বা শক্তি কাজ করে, তাকে চাপনতিমাত্রাজনিত শক্তি বলে। অর্থাৎ দুটি স্থানের মধ্যে চাপের পার্থক্য অধিক হলে খাড়া ঢালের সৃষ্টি হয় এবং বায়ুপ্রবাহের বেগও বাড়ে। যদি দুটি স্থানের মধ্যে চাপের পার্থক্য কম থাকে, তাহলে বায়ুচাপের ঢালটি…