ট্রানজেক্ট চার্ট-এর অঙ্কন পদ্ধতি (construction of transect chart)

Alborigato
ট্রানজেক্ট চার্ট-এর অঙ্কন পদ্ধতি (construction of transect chart) সংজ্ঞা (definition): ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশক সুসংহত চিত্রকে ট্রানজেক্ট চার্ট বলে। গুরুত্ব (importance): ① বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে বা সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যেকার নিবিড় সম্পর্ক ট্রানজেক্ট চার্ট থেকে নির্ণয় করা হয়। ② উন্নয়ন পরিকল্পনা গ্রহণে এর ভূমিকা অপরিসীম। অঙ্কন পদ্ধতি (methods of construction): Set- নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যুক্ত এক কিমি অর্থাৎ 2 সেমি (1: 50,000) প্রশস্ত এমন একটি স্থান টোপোশিটে নির্বাচন করতে হবে যাতে সমস্ত ভূ-প্রাকৃতিক অঞ্চল, নদ-নদী, উদ্ভিজ্জ, রেল এবং সড়কপথ ও জনবসতি থাকে বা নির্দিষ্ট উপাদানগুলি থাকে। Set- নির্বাচিত এলাকাটির মধ্যভাগ বারবর চার্টের সর্বনিম্নে ভূ-প্রকৃতির ঘরে (প্রথম ঘর) অঙ্কন করো বামপাশে উপযুক্ত উল্লম্ব স্কেল অনুসারে একটি প্রস্থচ্ছেদ (profile) অঙ্কন করো। Set- নদনদীর ঘরে (দ্বিতীয় ঘর) বিভিন্ন নিত্যবহ অনিত্যবহ নদীগুলি লম্ব সরলরেখ…

একটি মন্তব্য পোস্ট করুন