জেট প্রবাহের শ্রেণিবিভাগ(Classification of Jet Stream)

Alborigato
জেট প্রবাহের শ্রেণিবিভাগ(Classification of Jet Stream)
জেট প্রবাহের শ্রেণিবিভাগ(Classification of Jet Stream) জেট বায়ুপ্রবাহ হল ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের 9-12 কিমি উচ্চতায়, 30°-40° অক্ষাংশের মধ্যে দ্রাঘিমা বরাবর যেখানে দ্রুত তাপ পরিবর্তিত হয় সেখানে সংকীর্ণ বলয়ে আঁকাবাঁকা পথে প্রবাহিত দ্রুত শক্তিশালী বায়ুপ্রবাহ। সমচাপরেখার সমান্তরালে এক বিশেষ পথে পশ্চিম হতে পূর্বদিকে এই বায়ু প্রবাহিত হয়। এর গতিবেগ ঘণ্টায় 100-500 কিমি পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর প্রধান প্রধান জেট প্রবাহগুলিকে সারণিতে দেওয়া হল। প্রধান জেট বায়ুসমূহ (Major Jet Streams) মেরু সীমান্ত জেট বায়ু (Polar Front Jet Stream: PFJ): এই জোট বায়ু সেই অঞ্চলে দেখা যায় যেখানে উষু ও আর্দ্র প্রত্যয়ন বায়ুর সঙ্গে ভারী ও শীতল মেরু বায়ুর সংঘাত ঘটে। সেই অঞ্চলের তাপীয় পার্থক্যের সাথে সম্পর্কিত পশ্চিম দিক থেকে প্রবহমান এই বায়ু শীতকালে অধিকতর বিস্তৃত হয় এবং সর্বাধিক গতিবেগ সম্পন্ন হয়। এই সময় জেট বায়ু ২টি অথবা তার বেশি শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হতে পারে। এর সর্বাধিক গতিবেগ ঘণ্টায় 205 কিমি। এই জেট বায়ু সাধারণত বিচ্ছিন্ন (discontinuous) প্রকৃতির তবে কখনো কখনো সমগ্র পৃথিবীকে পূর্ব-পশ্চিমে ঘিরে থাকে। উপক্রা…

একটি মন্তব্য পোস্ট করুন