বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের গুরুত্ব(Atmosphere and Importance of Atmosphere)

Alborigato
বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের গুরুত্ব(Atmosphere and Importance of Atmosphere) ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। এই বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর গায়ে জড়িয়ে আছে এবং পৃথিবীর সাথে আবর্তনও করছে। ভুপৃষ্ঠের উপরিভাগে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত এই গ্যাসীয় আবরণটি পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতির দ্বারা সংঘটিত এই হালকা আবরণটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের সাথে সরাসরিভাবে যুক্ত। সেই কারণে বায়ুমণ্ডল পৃথিবী ছেড়ে মহাশূন্যে বিলীন হতে পারেনি। বায়ুমণ্ডল পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ। এরপরই রয়েছে অনন্ত মহাশূন্য (near emptiness)। বিখ্যাত প্রকৃতিবিদ W. G. Moore-এর মতে, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং যা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন, হিলিয়াম এবং কতকগুলি দুষ্প্রাপ্য গ্যাসের মিশ্রণ এবং যাতে বিভিন্ন অনুপাতে জলীয় বাষ্প থাক তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। (The envelope of air which surrounds the earth, consisting principally of the mixture of g…

একটি মন্তব্য পোস্ট করুন