বায়ুর চাপ(Air Pressure)

Alborigato
বায়ুর চাপ(Air Pressure) সংজ্ঞা ও ধারণা (Definition and Concept) পৃথিবীর অন্যান্য বস্তুর মতো বায়ুরও ওজন আছে। বায়ুর চাপ (air pressure) বলতে সাধারণত কোনো নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বায়ুস্তরের যে ওজন পড়ে তাকে বোঝায়। ওজন একটি বল, এক্ষেত্রে এই বল বায়ুস্থিত গ্যাসগুলির অণুসমূহের অবিরাম সংঘর্ষের ফলে উৎপন্ন হয় (air pressure is defined as the force exerted against a surface by continuous collision of gas molecules.)। সমুদ্রপৃষ্ঠে প্রতি 1 বর্গ সেমি বায়ুর চাপ 1 কিলোগ্রামের সমান। এই চাপকে প্রমাণ সমুদ্রপৃষ্ঠ চাপ (stnadard sea level air pressure) বলে। চাপের তারতম্য (Variation of Pressure) বায়ু চাপ ভূপৃষ্ঠের সর্বত্র সমান নয়। কোথাও বেশি আবার কোথাও কম। এমনকি একই জায়গায় একই দিনের বিভিন্ন সময়ে বায়ুর চাপ বিভিন্ন রকমের হতে পারে। বায়ুর চাপের এই তরতম্যের প্রধান কারণগুলি হল: 1. বায়ুর উদ্বুতার তারতম্য (Variation of Air Temperature): বায়ু উত্তপ্ত হলে আয়তনে বাড়ে, বায়ুর চাপ হালকা হয়। পক্ষান্তরে তাপমাত্রা হ্রাসের জন্য শীতলীকৃত ভারী বায়ু বেশি চাপ প্রদান করে। অর্থাৎ তাপ বাড়লে চাপ কমে। এক…

একটি মন্তব্য পোস্ট করুন