মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত পরিভাষা (terminologies regarding of map projection)

Alborigato
মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত পরিভাষা (terminologies regarding of map projection)
মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত পরিভাষা (terminologies regarding of map projection) ভূ-গোলক (globe) সংজ্ঞা (definition) বৃহৎ পৃথিবীকে ক্ষুদ্র স্কেলে ত্রিমাত্রিকরূপে পিচবোর্ড ও কাগজে মোড়া যে অস্বচ্ছ গোলাকার বস্তুর ওপর উপস্থাপন করা হয়, তাকোভূ-গোলক বা গ্লোব বলে। বৈশিষ্ট্য (characteristics) (1)ভূ-গোলক এর উপর পৃথিবীর মানচিত্র ও গ্র্যাটিকিউল আঁকা থাকে। (2)ভূ-গোলক প্রকৃতপক্ষে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। (3)পৃথিবীর চারটি বৈশিষ্ট্য, যথা- আকৃতি, ক্ষেত্রমান, দূরত্ব ও দিক সম্পূর্ণরূপে ও যথাযথভাবে বিদ্যমান থাকে। ②সৃজনী-ভূগোলক (generating globe) সংজ্ঞা (definition) ① অক্ষরেখা ও দ্রাঘিমারেখা চিহ্নিত স্বচ্ছ আলোক প্রতিসারী কাঁচ দ্বারা নির্মিত গ্লোবকে সৃজনী ভূগোলক বলে। ② অভিক্ষেপ আঁকার জন্য যে ভূ-গোলকের নির্দিষ্ট স্কেলে আঁকা অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জাল কোনো সমতলে বা বিকাশযোগ্য তলে প্রতিফলত বা স্থানান্তরিত হয় তাকে সৃজনী ভূগোলক বলে। ③ সুনির্দিষ্ট ক্ষুদ্র স্কেলে অঙ্কিত যে ভূ-গোলকের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকা একটি বিকাশযোগ্য তলে উপস্থাপন করা হয়, তাকে সৃজনী ভূ-গোলক বা জেনারেটিং গ্লোব বলে। বৈশিষ্ট্য (characteristics) (1)মা…

একটি মন্তব্য পোস্ট করুন