বিষয়ভিত্তিক মানচিত্র অঙ্কন-এর কৌশল (techniques of thematic mapping)

Alborigato
বিষয়ভিত্তিক মানচিত্র অঙ্কন-এর কৌশল (techniques of thematic mapping) কোনো বিশেষ অঞ্চলের মানচিত্রের উপর কোনো বিশেষ বিষয়বস্তু প্রদর্শিত করা হয়। তাই প্রথমে প্রয়োজন মানচিত্র অঙ্কন এবং পরবর্তী ক্ষেত্রে ওই মানচিত্রে নানারকম কৌশল প্রয়োগে বিষয়ভিত্তিক মানচিত্র প্রস্তুত করা হয়। মানচিত্র অঙ্কন কৌশল (mapping techniques): মানচিত্র কতকগুলি নিয়ম মেনে অঙ্কন করতে হয় এবং এর জন্য কায়িক পরিশ্রম, দক্ষতা, নৈপুণ্য, তৎপরতা, যান্ত্রিক সহায়তা (ডিভাইডার, পেনসিল কম্পাস, চাঁদা, সেটস্ স্কোয়ার, স্কেল, অঙ্কন টেবিল, কাগজ, রবার, কালি, রং, তুলি ইত্যাদি) অঙ্কন কলাকৌশল প্রভৃতি বিষয়ে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। মানচিত্র① অঙ্কনের ক্ষেত্রে চারটি বিষয়ের উপর বিশেষভাবে লক্ষ রাখতে হয় সেগুলি হল-(i) সমতল কাগজ (ii) সঠিক দিক (iii) নির্দিষ্টমান (iv) অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা অঙ্কিত ছক। মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে মানচিত্রকে দুটি ভাগে বিভক্ত করা হয়-(1)কোনো বিশেষ অঞ্চলের মানচিত্র যা পৃথিবীর যে কোনো দেশ বা সমগ্র পৃথিবী বা দেশের কোনো অংশের মানচিত্রকে বোঝায়।এবং(2) মৌলিক মানচিত্র হল জরিপ করে ভূমির প্রকৃতরূপ নির্ধারণ করে নকসা প্রস্তুত মানচিত্…

একটি মন্তব্য পোস্ট করুন