স্টেশন মডেল- ভারত প্রসঙ্গ (station model-indian context)

Alborigato
স্টেশন মডেল- ভারত প্রসঙ্গ (station model-indian context) ধারণা (concept) আবহবিদ্যা সম্পর্কিত যে কোনো তথ্য, মডেল ইত্যাদি বুঝতে গেলে দরকার, বায়ুমণ্ডলের গঠন, প্রকৃতি, ক্রিয়াকলাপ এবং উপযোগিতা সম্পর্কে উপলব্ধি। বায়ুমণ্ডলের গভীরতা, পৃথিবীর মোট ব্যাসার্ধের এক শতাংশেরও কম। কিন্তু মেঘ, ঝড়, বৃষ্টি, টর্নেডো, তুষারপাত ইত্যাদি আবহমণ্ডলকৃত বিভিন্ন ঘটনা মানুষ সমেত পৃথিবীর জড় ও জীবজগতের উপর বিরাট প্রভাব ফেলে। এমন কি মায়ুন্ডলের সুস্থতার উপরেই পৃথিবীতে জীবের থাকা না থাকা নির্ভর করে। অস্থির বায়ুমণ্ডলের খামখেয়ালিপনা মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বিজ্ঞান ও প্রযুক্তির বলে বলীয়মান মানুষ প্রকৃতির অন্যান্য উপাদানের মতোই আবহমণ্ডলের ক্রিয়াকলাপকেও নিজের বশে আনতে চায়। এই প্রচেষ্টার একটি অন্যতম অংশ হল আবহাওয়ার নিখুঁত ও নির্ভুল পূর্বাভাষ দেওয়ার চেষ্টা। বায়ুমন্ডলের ক্রিয়াশীল বিভিন্ন শক্তি ও বল সর্বদাই কিছু না কিছু পরিবর্তন ঘটিয়ে চলছে। তাই পূর্বাভাষ সর্বদা একশো শতাংশ নির্ভুল হয় না। কিন্তু সেটা মেনে নিয়েও বলা যায়, ঝড়-বৃষ্টি, বন্যা, খরা ইত্যাদির আগাম খবর অল্প জানা থাকলেও পারিবারিক জীবন থে…

একটি মন্তব্য পোস্ট করুন