তারকা চিত্র বা নক্ষত্র চিত্র (star diagram)
তারকা চিত্র বা নক্ষত্র চিত্র (star diagram) ধারণা (concept): আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন-বৃষ্টিপাত ও উষ্ণতা মাসিক বন্টন ,বিভিন্ন মাসের বর্ষণ দিনে সংখ্যা, বায়ুর প্রবাহের নির্দিষ্ট দিক অনুযায়ী দিনের সংখ্যা প্রভৃতি বহু অক্ষর লেখচিত্রের মাধ্যমে অতি সহজে অতি সুন্দরভাবে দক্ষতার সঙ্গে উপস্থাপন করা যায়। এই চিত্রে অর্থ সমূহ একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে নির্দিষ্ট স্কেলে ও নির্দিষ্ট কর্মীকে ব্যবধানে চারিদিকে প্রসারিত সরল রেখার সাহায্যে উপস্থাপন করা হয় এই চিত্রের প্রতিটি রেখার ক্ষেত্রে কেন্দ্রবিন্দুকে শূন্য ধরে উপাদানের পরিমাপের অনুপাতে অর্থাৎ নির্দিষ্ট ছেলে রেখা গুলি দৈর্ঘ্য মেপে নেওয়া হয়। তখন পরিমিত অথচ অসম আর দীর্ঘযুক্ত সরলরেখাগুলিকে বিচরিত আলোর রশ্মির মত দেখতে লাগে এবং সমগ্র চিত্রটিকে এক ঝলকে আকাশের তারার মতো দেখায়।তাই ইহা তারকা বা নক্ষত্র চিত্র নামে পরিচিত। এই চিত্রটি কে নক্ষত্র না বলে বহু অক্ষর(defi লেখচিত্র বলায় শ্রেয়। সংজ্ঞা ( definition): 1. নির্দিষ্ট একটি কেন্দ্রবিন্দু থেকে একই বা বিভিন্ন কৌণিক দূরত্বের চারিদিকে প্রচারিত এবং উপাদানের পরিমাপের সঙ্গে সমানুপাতিক অসাম…