প্রিজম্যাটিক কম্পাস সার্ভে (PRISMATIC COMPASS SURVEY
প্রিজম্যাটিক কম্পাস সার্ভে (PRISMATIC COMPASS SURVEY) ধারণা (concept): প্রিজম্যাটিক কম্পাসের সাহায্যে জরিপ কাজের সুবিধা হল-এটি খুব সহজেই বহন করে নিয়ে যাওয়া যায় এবং অতিরিক্ত জনাকীর্ণ অঞ্চলে অথবা ঘন বনভূমিযুক্ত অঞ্চলেও এর সাহায্যে জরিপ কাজ করা সম্ভব হয়। শিকল বা চেনের সাহায্যে জরিপ কাজের মতো এতে কোনো চেক লাইনের (check line) প্রয়োজন হয় না। এই জরিপে খুব তাড়াতাড়ি বিভিন্ন লাইনের বিয়ারিং (bearing) নিয়ে জরিপ কাজ করা যায়। তবে এর মাধ্যমে সঠিক বা নিখুঁতভাবে জরিপ কাজ করা যায় না। এছাড়া যে অঞ্চলে জরিপ কাজ হবে তার কাছে যদি লোহার তৈরি কোনো বস্তু থাকে তা হলে কম্পাসের চুম্বক-শলাকা (magnetic needle)-কে তা আকর্ষণ করবে এবং তার ফলে পাঠ (reading) ভুল হবে। যে-কোনো কম্পাসে (1)একটি চুম্বক শলাকা (magnetic needle), (2)একটি দাগকাটা ক্রমিক অংশে বিভত্ত্ব গোলাকার চাকতি (graduated circle) এবং (3)নির্দিষ্ট বস্তুটিকে ঠিকমতো দেখবার জন্য একটি হেয়ার লাইন (line of hair) থাকে। সাধারণত দু'ধরনের কম্পাস ব্যবহৃত হয়ে থাকে, যথা-(1)প্রিজম্যাটিক কম্পাস এবং (2)সার্ভেয়িং বা জরিপকারকের প্রিজম্যাটিক কম্পাসের বিভিন্ন অংশ (different parts …