মানচিত্র অভিক্ষেপ অঙ্কনের সময় মনে রাখার বিষয় (points to be kept in mind during drawing of map projection)
Alborigato
মানচিত্র অভিক্ষেপ অঙ্কনের সময় মনে রাখার বিষয় (points to be kept in mind during drawing of map projection)
মানচিত্র অভিক্ষেপ অঙ্কনের সময় মনে রাখার বিষয় (points to be kept in mind during drawing of map projection) ① ভূ-গোলকের ওপর অঙ্কিত উত্তর গোলার্ধের অক্ষরেখা-গুলি সর্বদা ওপরের দিকে কার্ভ এবং দক্ষিণ গোলার্ধের অক্ষরেখাগুলি নীচের দিকে কার্ভ থাকায় সমতল কাগজে অভিক্ষেপ (গ্র্যাটিকুলস্) অঙ্কনের সময় অক্ষরেখাগুলি যাহাতে ভূ-গোলকের ন্যায় নির্দেশ করে সেদিকে আমাদের নজর রাখতে হবে। ② পোলার অভিক্ষেপ (polar projection) অঙ্কনের সময় উত্তর গোলার্ধের জন্য খাতার মাঝবরাবর যে উলম্ব দ্রাঘিমারেখা টানা হয় তার ওপরে 180 deg কেন্দ্রে 90 deg * N এবং নীচে 0 ^ * লিখতে হবে এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে উপরে 0 ^ * , কেন্দ্রে 90 deg * S এবং নীচে 180 deg হবে। আবার উভয়ক্ষেত্রে যে অনুভূমিক দ্রাঘিমা রেখা টানা হবে তাহার ডানদিকে 90 deg * E এবং বামদিকে 90 deg * W লিখতে হবে। ③অভিক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ব্যবধান (interval) 2", 4 ^ * , 5", 10 deg 15" ইত্যাদি বিভিন্ন মানের হতে পারে, তবে প্রশ্ন অনুযায়ী গণনা ও অঙ্কন করতে হবে। ④ মানচিত্র অভিক্ষেপে সর্বদা ছোটো অঞ্চল অঙ্কন করে দেখাতে হবে। যেমন- 10 deg অন্তর, 160 deg * W 16…